অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন

পুরাপাড়া ইউন‌িয়ন অনার্স ক্লাব‌ের উদ‌্যোগ‌ে এবং সংগঠন‌রে গঠনতন্ত্রের শর্ত ম‌েনে এলাকার শ‌িক্ষ‌িত-অর্ধশ‌িক্ষ‌িত ব‌েকার যুব-যুবতীদ‌ের জন‌্য নতুন একট‌ি সংগঠন “অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ড‌েশন”মূলত যুব উন্নয়ন অধ‌িদপ্তর‌ের সাথ‌ে যে‌ৗথভাব‌ে পাবল‌িক- প্রাইভ‌ে‌ট পার্টনার্শ‌িপের ভ‌িত্ত‌িতে এই সংগঠন কাজ করব‌ে। যুব উন্নয়ন অধ‌িদপ্তর তথা সরকার‌ের সাথ‌ে চুক্ত‌ি করার জন‌্য সংগঠন‌ের নাম‌ের সাথ‌ে যুব শব্দট‌ি যুক্ত কর‌ে শুধুমাত্র ব‌েকার যুবক যুবতীদ‌ের ক‌ে এ সংগঠন‌ে যুক্ত করা যাব‌ে। সদস‌্যদ‌েরক‌ে বিভিন্ন প্রশ‌িক্ষণ প্রদান কর‌ার মাধ‌্যম‌ে তাদ‌ের দক্ষতা বৃদ্ধ‌ি কর‌ে আর্থ‌িক ও কার‌িগর‌ি সহয‌োগিতা করার মাধ‌্যম‌ে তাদ‌ের কর্মসংস্থান করাই এ সংগঠন‌ের মূল উদ্দ‌েশ‌্য।
এ ব‌্যাপার‌ে আপনাদ‌ের সকল‌ের মতামত এবং সংগঠন‌ের সদস‌্য হত‌ে আগ্রহীদ‌ের কম‌েন্ট করার অনুরোধ করছ‌ি।