-
আলহামদুলিল্লাহপুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার এর চমৎকার আয়োজন “পাঠক সংগ্রহ সপ্তাহ-২০২২” অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।এই ক্যাম্পইনের মাধ্যমে অত্র ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মননে বই পড়ার প্রয়োজনীয়তা এবং পাঠাগারের ভূমিকা প্রোথিত হয়েছে। সাথে সাথে এই সকল শিক্ষার্থীরা দীক্ষা পেয়েছে স্যানিটেশন সচেতনতা সম্পর্কে। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে কচি শিক্ষার্থীরা নিশ্চিতভাবেই আমাদের স্বেচ্ছাসেবকদের অনুকরণে আদর্শ সমাজ বির্নিমাণে সামাজিক কর্মকান্ডে যুক্ত হওয়ার অনুপ্রেরণা পেয়ে থাকবে।ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর সম্মানিত শিক্ষকদের প্রতি।
বিশেষ কৃতজ্ঞতা Gias Uddin S M Usuf MD Wahiduzzaman Khan Emran Hossain Jewel Mollik Nuralam Fakir Nadim Shah Maruf Md Nasiruzzaman Shezan Minarul Islam Suvo Muhammad Nazmul Islam Shakil kazi Abul Hasan প্রদীপ বিশ্বাস Samiur Rahman Hridoy Habib Ismail এবং আমাদের ডায়নামিক লাইব্রেরিয়ান মোহাম্মদ শিপনসহ এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি।
Recent Comments