সম্প্রতি ‘মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে’ শ্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবার লক্ষে যাত্রা শুরু হয়েছে অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের। পুরাপাড়া ইউনিয়নের তারুণ্যের সংগঠন ‘পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’ এর উদ্যোগে এ ব্লাড ব্যাংক গঠিত হয়।

এ সংগঠনের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে রক্তদান, ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, অনলাইনের মাধ্যমে রক্তদাতা সংগ্রহ এবং মানুষকে রক্ত দানে উৎসাহিত করতে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা।

এই কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যেই কতগুলো অনলাইন প্লাটফর্ম গড়ে তোলা হয়েছে। “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব “ মূলত পুরাপাড়া ইউনিয়নের শিক্ষিত তরণদের নিয়ে গড়া সংগঠন। মানবিক সমাজ নির্মাণের লক্ষে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যেই পুরাপাড়া বাজারে “পুরাপাড়া বঙ্গবন্ধু লাইব্রেরী” নামে একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে। বিগতবছর থেকে এ সংগঠন দশ হাজার তাল গাছ লাগানোর কর্মসূচী হাতে নেয় এবং ইতোমধ্যে ছয় হাজারেরও বেশী তাল বীজ বপন বপন করে। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। সম্প্রতি এ সংগঠনটি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও বেশী মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করে এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ ১২০০ জনেরও অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে। এছাড়া এ সংগঠনটি এলাকায় একটি অনলাইন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছে। “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করে। এর ধারাবাহিকতায় এ সংগঠন স্থানীয় ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে। এ সংগঠনের সদস্য বৃন্দ জানান, সন্ত্রাস ও মাদক মুক্ত মানবিক সমাজ বিনির্মাণে তাদের এ কার্যক্রম চলমান থাকবে। এলাকার বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা পেলে এ সংগঠনটির কার্যক্রমে আরো গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।