শেখো এবং আয় করো

অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে চালু হয়েছে “শেখো এবং আয় করো” শীর্ষক কম্পিউটার প্রশিক্ষণ প্লাস সাধারণ মানুষকে কম্পিউটার ও অনলাইন সেবা প্রদানের কার্যক্রম।
এটি নিশ্চিতভাবেই যুবদের কর্মমুখী করার সাথে সাথে এলাকার মানুষের অনলাইন সেবা সহজলভ্য করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।
কিম্তু চাহিদামতো সেবা প্রদানে জরুরীভিত্তিতে আরও অন্তত: ২ টি কম্পিউটার দারকার। তাই আপনাদের কারও কাছে বা পরিচিত কারও কাছে অব্যবহৃত কম্পিউটার বা ল্যাপটপ থাকলে এখানে দিতে পারেন। (টুকটাক সমস্যা থাকলে ঠিক করে নেওয়া যাবে)
সকলের সহযোগিতায়ই তৈরি হবে সুখী সমৃদ্ধ সমাজ।