ব্লাড গ্রুপিং ক্যাম্প

ফরিদপুরের নগরকান্দার “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের” সাফল্যের আরেকটি পালক যুক্ত হলো। এ সংগঠনটি সম্প্রতি নামমাত্র মূল্যে এক হাজার জনের অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন করেছে। আজ শনিবার (২৯ মে) দুপুরে সংগঠনটির উদ্যোক্তা ও কলেজ শিক্ষক গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি প্রদানের যে কার্যক্রম হাতে নিয়েছে, সে কার্যক্রম বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা জরুরি। এ কার্যক্রমের অংশ হিসেবেই “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর সদস্যবৃন্দ মেডিক্যাল টেকনোলজিস্টদের সহায়তার ১০৩৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে সার্টিফিকেট প্রদান করেন।

উপজেলার ব্রাহ্মণ ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ এবং সংগঠনটির প্রতিষ্ঠিত “ পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার” প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়। এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষ এ সুযোগ গ্রহণ করেছে। এর আগেরও এ সংগঠনটি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও বেশী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে এবং ২৫০ জনেরও অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে। সম্প্রতি এ সংগঠনটি এলাকায় একটি অনলাইন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছে।

প্রসঙ্গ, “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব “ মূলত পুরাপাড়া ইউনিয়নের শিক্ষিত তরুণদের নিয়ে গড়া সংগঠন। মানবিক সমাজ নির্মাণের লক্ষে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যেই পুরাপাড়া বাজারে “পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার” নামে একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে।

“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করে। এর ধারাবাহিকতায় এ সংগঠন পরিবেশ রক্ষায় ১০ হাজার তাল গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করে। তৎপরবর্তী সময়ে এ সংগঠন স্থানীয় ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে।

এ সংগঠনের সদস্যদের সাথে কথা হলে তারা জানান, সন্ত্রাস ও মাদক মুক্ত মানবিক সমাজ বিনির্মাণে তাদের এ কার্যক্রম চলমান থাকবে। আশ‌-পাঁশের শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তাদের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করতে-পারেন। এলাকার বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা পেলে এ সংগঠনটির কার্যক্রমে আরো গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন

 

আলহামদুলিল্লাহ, পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব গত দুইদিনে ইউনিয়নের ১০০০ এরও বেশী শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্ত করে সার্টিফিকেট প্রদান করেছে এবং এই তথ্য সংরক্ষণের জন্য একটি ডাটাবেইজ তৈরি করেছে। ইউনিয়নের মানুষের শিক্ষা,সংস্কৃতি, মানবিকতাসহ সার্বিক জীবনমান উন্নয়নে ক্লাবের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের সুবিধার জন্য এই আয়োজন করা হয়। ক্লাবের নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ, মেডিক্যাল স্টুডেন্টস এবং মেডিক্যাল টেকনোলজিস্টদের অক্লান্ত পরিশ্রমে এই কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহতী কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।