মোঃ ওসমান মোল্যা:
ধন্যবাদ কৃতজ্ঞতা এত চমৎকার একটি ফুটবল ম্যাচ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি। বিশেষ ধন্যবাদ পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এবং পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার একাদশের অসাধারণ নৈপূন্য প্রদর্শনকারী খেলোয়াড়দের। ধন্যবাদ, আয়োজক কমিটির সদস্যদের নিখুত সুন্দরভাবে ম্যাচটি সম্পূর্ণ করার জন্য। কৃতজ্ঞতা অনলাইন অফলাইনের বিপুল সংখ্যক দর্শকের প্রতি যাদের কারণে ম্যাচটি আনন্দময় হয়েছে।
বিশেষ বিশেষ ধন্যবাদ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ট ধারাভাষ্যকার Tariqur Rahman Ongkon যার প্রাঞ্জল মাধুর্যময় উপস্থাপনায় খেলাটি এক বিশেষ মাত্রায় উপভোগ্য হয়ে উঠেছে।
অভিনন্দন বিজয়ী টিম “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব একাদশ”।
[বি.দ্র. পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব প্রতি বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার পরের দিন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করবে, ইনশাল্লাহ।ক্লাবের সাথে থাকুন, পরিবর্তনে আপনার ভূমিকা রাখুন।]
Recent Comments