তারিকুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: মানবিক সংগঠন “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর পূর্ণাঙ্গ প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ০৮ নভেম্বর, ২০২১ খ্রি. রাত ১০ টায় ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ আবেদ আলি “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর নিজস্ব ওয়েব সাইট www.puhclub.org এবং ফেসবুক পেইজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। এই কমিটি সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটি হিসেবে বিবেচিত হবে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত পুরাপাড়া ইউনিয়নের ১৭ জন শিক্ষিত সমাজ সচেতন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে উপদেষ্টা পরিষদ এবং ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্য থেকে ২৭ জনকে নিয়ে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। ক্লাবের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা জনাব মোঃ ওসমান মোল্যাকে প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৩৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা জনাব মোঃ গিয়াস উদ্দীনকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের আরেকজন অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ জাকারিয়া।
এর আগে গত ১২মে, ২০২১ খ্রি. তারিখ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে অবস্থিত অনার্স ক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত ‘পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থগার’ এ এক বিশেষ কাউন্সিলের মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়। এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভূমি মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এবং জনাব মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ ওসমান মোল্যা।
উক্ত কাউন্সিলে “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে সরকারের যুগ্ম সচিব ড. রেজাউল বাশার সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আবেদ আলি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর এফ এম এনায়েত হোসেন, ‘দ্যা ইনস্টিটিউট অফ সার্টিফাইড জেনারেল একাউন্টস বাংলাদেশ’ (আইসিজিএবি) এর প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ মামুন-উর-রশীদ, বন বিভাগের কর্মকর্তা জনাব মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার জনাব মোঃ নজরুল ইসলাম রাতুল, উর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ শাহাদত হোসেন লিন্টু, সাব-রেজিস্টার জনাব সাজ্জাদ হোসেন রানা ও জনাব রবিউল হক তুহিনসহ মোট ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং জনাব মোঃ ওসমান মোল্যাকে সভাপতি ও জনাব মোঃ গিয়াস উদ্দীনকে সাধারণ সম্পাদক করে মোট ২৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন এবং অনুমোদন প্রদান করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন কোষাধ্যক্ষ জনাব মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক জনাব এস.এম ইউসুফ, প্রচার সম্পাদক জনাব তারিকুল ইসলাম।
উল্লেখ্য “আমরা সকলের পাশে আছি, থাকবো এবং আমাদের প্রত্যয় সাফল্যের” স্লোগানকে সামনে রেখে দুই বছর পূর্বে গঠিত হয় মানবিক সংগঠন ‘পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ সংগঠন স্থানীয় মানুষের মনে একটা আস্থার জায়গা তৈরি করেছে।প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠন মানবিক সমাজ বিনির্মাণে নানারকম জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত ৫ নভেম্বর, ২০২১খ্রি. তারিখ ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা মাধ্যমে সংগঠনটি প্রায় ১০০০ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে। উক্ত কার্যক্রমে ১৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সংগঠনের আরও উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে পুরাপাড়া বাজারে ‘পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার’ প্রতিষ্ঠা করা। সম্প্রতি এই গণগ্রন্থাগারটি “গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ” কর্তৃক বেসরকারি গণগ্রন্থাগার হিসেবে নিবন্ধিত এবং তালিকাভুক্ত হয়েছে। একই সাথে অতি সম্প্রতি ‘অনার্স ক্লাব ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনটি বিপুল সংখ্যক রোগীর রক্তের সংস্থানের ব্যবস্থা করেছে এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এলাকার যুবসমাজকে রক্ত দানে উৎসাহিত করে চলেছে।
এছাড়া সংগঠনটি করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করে। এর ধারাবাহিকতায় এই সংগঠন পরিবেশ রক্ষায় ১০ হাজার তাল গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করে এবং বিভিন্ন সময়ে স্থানীয় ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে।ফলশ্রুতিতে “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” পুরাপাড়া ইউনিয়নবাসীর নিকট ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং বিপুলভাবে প্রশংসিত হচ্ছে।
সংগঠন সংশ্লিষ্টরা মনে করছেন, নব গঠিত এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে তাদের সকল কার্যক্রমে আরো গতি আসবে এবং সংগঠনের চূড়ান্ত লক্ষ্য একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
Recent Comments