পাঠক বৃদ্ধি ও বৃক্ষরোপন কার্যক্রম জোড়দার করার জন্য আমরা মে মাসে বিশেষ উপহার ঘোষণা করেছিলাম। প্রচন্ড গরমে সবাই যখন ফেসবুকে গাছ লাগাচ্ছিলো তখন আমরা ঘোষনা দিলাম গ্রন্থাগারে বই পড়লেই গাছের চারা উপহার দিবো। সেই ঘোষণায় সাড়া দিয়ে মে মাস জুড়ে ৬৫ জন পাঠক আমাদের গ্রন্থাগারে বই পড়েছে। তাদের মধ্যে প্রথম ১০ জনকে ১০টি করে গাছের চারা এবং এবং ১টি করে বই উপহার দিয়েছি। এছাড়াও উপস্থিত সকল পাঠককে ৩টি করে গাছের চারা উপহার প্রদান করা হয়েছে।
এ আয়োজনে ১০ রকমের মোট ২৩৫টি চারা পাঠকদের মধ্যে বিতরণ করা হয়েছে। (গোলাপ, কাঠ বাদাম,আমলকি, চালতা, কাঁঠাল, ডালিম, মাল্টা, জাম, কদবেল এবং পেয়ারা)
(বি.দ্র: গ্রন্থাগারের রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী পাঠকগণ ৪৫০টি চারা পাওয়ার কথা থাকলেও সামর্থ না থাকায় তা আমরা কমিয়ে ২৩৫ এ আনছি)
বিশেষ আবেদন: কেউ স্পন্সর করলে ২০২৩ সালে আমাদের ক্লাবের হয়ে যারা রক্তদান করেছেন, তাদের সবাইকে গাছের চারা উপহার দিতে চাই।
Recent Comments