গত ১২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে অনার্স ক্লাব গণগ্রন্থাগারে জনাব মোঃ ওসমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব”-এর সাধারণ সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যদের সম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ২৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। উক্ত পরিষদ ১২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ থেকে কার্যকর হবে।
কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২৬):
ক্রমিক নং | নাম | পদ |
---|---|---|
১ | মোঃ ওসমান মোল্যা | সভাপতি |
২ | আব্দুল গনি মিয়া | সহ সভাপতি |
৩ | আরশাদুল হক হেলাল | সহ সভাপতি |
৪ | শুভজিৎ বিশ্বাস | সহ সভাপতি |
৫ | মোঃ গিয়াস উদ্দীন | সাধারণ সম্পাদক |
৬ | মোঃ জাকারিয়া | সহ-সাধারণ সম্পাদক |
৭ | তারিকুর রহমান অঙ্কন | কোষাধ্যক্ষ |
৮ | মোঃ মনিরুজ্জামান | সাংগঠনিক সম্পাদক |
৯ | এস. এম. ইউসুফ | শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক |
১০ | মোঃ ইমরান হোসেন | দপ্তর সম্পাদক |
১১ | মোঃ রাজিবুল ইসলাম | আইন বিষয়ক সম্পাদক |
১২ | নাহিদ শাহ মাসুম | ক্রীড়া বিষয়ক সম্পাদক |
১৩ | মোঃ মিলন হোসেন | প্রচার সম্পাদক |
১৪ | সাইফুল ইসলাম জনি | কৃষি বিষয়ক সম্পাদক |
১৫ | তানভীর তালুকদার | বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক |
১৬ | মোঃ শাহিন হোসেন মল্লিক | গ্রন্থাগার ও পাঠাগার বিষয়ক সম্পাদক |
১৭ | মারুফ হোসেন রিয়েল | সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক |
১৮ | নূরআলম ফকির | বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক |
১৯ | আছিয়া | মহিলা বিষয়ক সম্পাদক |
২০ | ডা. অমিত বিশ্বাস | জনস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক |
২১ | মাওলানা রবিউল ইসলাম | ধর্ম, নৈতিকতা ও মূলবোধ বিষয়ক সম্পাদক |
২২ | নওশের আহম্মেদ | নির্বাহী সদস্য |
২৩ | তারিকুল ইসলাম | নির্বাহী সদস্য |
২৪ | মোঃ রুহুল আমিন | নির্বাহী সদস্য |
২৫ | মোঃ আজাদ হোসেন | নির্বাহী সদস্য |
২৬ | মুহিব্বুল্লাহ আহাম্মেদ আকাশ | নির্বাহী সদস্য |
২৭ | সামিউর রহমান | নির্বাহী সদস্য |
Recent Comments