অনার্স ক্লাব ব্লাড ব্যাাংকের প্রত্যেক রক্তদাতাকে অনার্স ক্লাবের লোগো এবং “সম্মানিত রক্তদাতা” লেখা সম্বলিত একটা টিশার্ট উপহার দিতে চাই।
এ ব্যাপারে আপনাদের সহযোগিদা কামনা করছি।
আমাদের সংবর্ধনায় প্রায় ৪০জন রক্তদাতাকে সংবর্ধনা দেওয়া হবে।
নিবন্ধণের জন্য নিচের লিংকে ক্লিক করুন
https://foms.gle/ZniZnLAPH5pxpo749
মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে শুরু হতে যাচ্ছে পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার এবং পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এর যৌথ উদ্যোগে সৃজনশীল প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইন-২০২১। আপনার লেখা ছোট গল্প, ছড়া, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, বুক রিভিউ, রম্য সহ যেকোন ধরণের লেখা আগামী ১৫ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখের মধ্যে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনাদের লেখার মধ্যে থেকে সেরা লেখাগুলোর জন্য রয়েছে বিশেষ পুরস্কার এবং বাঁছাইকৃত সৃজনশীল লেখাগুলো প্রকাশ করা হবে আমাদের নিয়মিত প্রকাশনা দেয়াল পত্রিকা “মুক্ত প্রাণের উচ্ছ্বাস”-এ। এছাড়াও লেখাগুলো আমাদের ফেসবুক পেজ এবং ওয়েভসাইটে প্রকাশ করা হবে। পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার শুধু একটি গ্রন্থাগার নয়, এটি আমাদের সকলের স্বপ্ন পূরণের অঙ্গীকার। আসুন নিজের প্রতিভাকে আবদ্ধ না রেখে ছড়িয়ে দেই সবার মাঝে। এ বিষয়ে নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের ফেসবুক পেজে- www.facebook.com/purapara.club
লেখা পাঠানোর ঠিকানা:
পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার
পুরাপাড়া বাজার, নগরকান্দা, ফরিদপুর।
মোবাইল: ০১৭১৭-৮৬০৫৮০
ইমেল: purapara.uhc@gmail.com
তারিকুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: মানবিক সংগঠন “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর পূর্ণাঙ্গ প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ০৮ নভেম্বর, ২০২১ খ্রি. রাত ১০ টায় ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ আবেদ আলি “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর নিজস্ব ওয়েব সাইট www.puhclub.org এবং ফেসবুক পেইজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। এই কমিটি সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটি হিসেবে বিবেচিত হবে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত পুরাপাড়া ইউনিয়নের ১৭ জন শিক্ষিত সমাজ সচেতন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে উপদেষ্টা পরিষদ এবং ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্য থেকে ২৭ জনকে নিয়ে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। ক্লাবের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা জনাব মোঃ ওসমান মোল্যাকে প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৩৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা জনাব মোঃ গিয়াস উদ্দীনকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের আরেকজন অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ জাকারিয়া।
এর আগে গত ১২মে, ২০২১ খ্রি. তারিখ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে অবস্থিত অনার্স ক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত ‘পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থগার’ এ এক বিশেষ কাউন্সিলের মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়। এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভূমি মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এবং জনাব মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ ওসমান মোল্যা।
উক্ত কাউন্সিলে “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে সরকারের যুগ্ম সচিব ড. রেজাউল বাশার সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আবেদ আলি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর এফ এম এনায়েত হোসেন, ‘দ্যা ইনস্টিটিউট অফ সার্টিফাইড জেনারেল একাউন্টস বাংলাদেশ’ (আইসিজিএবি) এর প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ মামুন-উর-রশীদ, বন বিভাগের কর্মকর্তা জনাব মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার জনাব মোঃ নজরুল ইসলাম রাতুল, উর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ শাহাদত হোসেন লিন্টু, সাব-রেজিস্টার জনাব সাজ্জাদ হোসেন রানা ও জনাব রবিউল হক তুহিনসহ মোট ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং জনাব মোঃ ওসমান মোল্যাকে সভাপতি ও জনাব মোঃ গিয়াস উদ্দীনকে সাধারণ সম্পাদক করে মোট ২৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন এবং অনুমোদন প্রদান করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন কোষাধ্যক্ষ জনাব মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক জনাব এস.এম ইউসুফ, প্রচার সম্পাদক জনাব তারিকুল ইসলাম।
উল্লেখ্য “আমরা সকলের পাশে আছি, থাকবো এবং আমাদের প্রত্যয় সাফল্যের” স্লোগানকে সামনে রেখে দুই বছর পূর্বে গঠিত হয় মানবিক সংগঠন ‘পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ সংগঠন স্থানীয় মানুষের মনে একটা আস্থার জায়গা তৈরি করেছে।প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠন মানবিক সমাজ বিনির্মাণে নানারকম জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত ৫ নভেম্বর, ২০২১খ্রি. তারিখ ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা মাধ্যমে সংগঠনটি প্রায় ১০০০ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে। উক্ত কার্যক্রমে ১৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সংগঠনের আরও উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে পুরাপাড়া বাজারে ‘পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার’ প্রতিষ্ঠা করা। সম্প্রতি এই গণগ্রন্থাগারটি “গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ” কর্তৃক বেসরকারি গণগ্রন্থাগার হিসেবে নিবন্ধিত এবং তালিকাভুক্ত হয়েছে। একই সাথে অতি সম্প্রতি ‘অনার্স ক্লাব ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনটি বিপুল সংখ্যক রোগীর রক্তের সংস্থানের ব্যবস্থা করেছে এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এলাকার যুবসমাজকে রক্ত দানে উৎসাহিত করে চলেছে।
এছাড়া সংগঠনটি করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করে। এর ধারাবাহিকতায় এই সংগঠন পরিবেশ রক্ষায় ১০ হাজার তাল গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করে এবং বিভিন্ন সময়ে স্থানীয় ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে।ফলশ্রুতিতে “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” পুরাপাড়া ইউনিয়নবাসীর নিকট ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং বিপুলভাবে প্রশংসিত হচ্ছে।
সংগঠন সংশ্লিষ্টরা মনে করছেন, নব গঠিত এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে তাদের সকল কার্যক্রমে আরো গতি আসবে এবং সংগঠনের চূড়ান্ত লক্ষ্য একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
আমাদের মধ্যে একটা প্রচন্ড ভুল ধারণা আছে যে, শিক্ষিত মানেই সার্টিফিকেটধারী! আমরা এই ভুলটাকে মুঁছে দিতে চাই। আপনি ইতিহাসে দেখতে পাবেন পৃথিবীর শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও পরিবর্তনে সবচেয়ে বেশী ভূমিকা রাখা লোকদের বেশীরভাগেরই আমরা যে সার্টিফিকেটধারীদের শিক্ষিত ভাবি তেমন কোন সার্টিফিকেট তাদের নাই বা ছিল না। তাহলে আপনি কি তাদের অশিক্ষিত বলবেন?
আসলে শিক্ষা এমন একটি বিষয় যা মানবকে প্রাণি থেকে মানুষে পরিণত করে। এক্ষেত্রে একাডেমিক সার্টিফিকেট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটা আসলে কোন বিষয়ই না। অনেক বড় বড় সার্টিফিকেটধারীর আচারণ, কাজকর্ম পশুর থেকেও খারাপ, আপনি কি তাদের শিক্ষিত বলবেন?
(more…)
সম্প্রতি ‘মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে’ শ্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবার লক্ষে যাত্রা শুরু হয়েছে অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের। পুরাপাড়া ইউনিয়নের তারুণ্যের সংগঠন ‘পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’ এর উদ্যোগে এ ব্লাড ব্যাংক গঠিত হয়।
এ সংগঠনের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে রক্তদান, ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, অনলাইনের মাধ্যমে রক্তদাতা সংগ্রহ এবং মানুষকে রক্ত দানে উৎসাহিত করতে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা।
এই কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যেই কতগুলো অনলাইন প্লাটফর্ম গড়ে তোলা হয়েছে। “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব “ মূলত পুরাপাড়া ইউনিয়নের শিক্ষিত তরণদের নিয়ে গড়া সংগঠন। মানবিক সমাজ নির্মাণের লক্ষে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যেই পুরাপাড়া বাজারে “পুরাপাড়া বঙ্গবন্ধু লাইব্রেরী” নামে একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে। বিগতবছর থেকে এ সংগঠন দশ হাজার তাল গাছ লাগানোর কর্মসূচী হাতে নেয় এবং ইতোমধ্যে ছয় হাজারেরও বেশী তাল বীজ বপন বপন করে। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। (more…)
মেধাবৃত্তি পরীক্ষা ২০২০ এর পরীক্ষায় মোট ৮০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে,মোট ১২ জনকে বৃত্তি দেওয়ার জন্য বাছাই করা হয়।
চিত্র: মেধাবৃত্তি পরীক্ষা ২০২০ এর ফলাফল
Recent Comments