পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার

তনয় তালুকদার:
#পুরাপাড়া_ইউনিয়ন_অনার্স_ক্লাব প্রায় গত এক বছর যাবৎ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সংস্কৃতি, বিনোদনমূলক ইত্যাদি বিষয়ে সফলভাবে বিভিন্ন কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে পরিকল্পনা ছিল ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠা করা।
নগরকান্দার উপজেলা প্রশাসনের সহায়তায় জায়গা নির্বাচন করে,অনার্স ক্লাবের সদস্য ও পুরাপাড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী সহ বিভিন্ন জন সাধারণের সহায়তায় সফলভাবে লাইব্রেরি প্রতিষ্টা করতে পেরেছে।উক্ত লাইব্রেরি প্রাতিষ্ঠার কাজে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি আনন্দিত।
এবার আসি লাইব্রেরি বা পাঠাগার কি?
চিত্র: পাঠকক্ষ
লাইব্রেরি শব্দটির আদি শব্দ ‘Liber’।এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ বই। ‘Liber ‘ শব্দটির আরেকটি প্রতিশব্দ হচ্ছে ‘Libraium’ যার অর্থ বই সংরক্ষণের জায়গা।Anglo -French ভাষায় লাইব্রেরি Librarie শব্দের অর্থ Collection of books বা বইয়ের সমাহার।

(more…)

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

মো:ওসমান মোল্যা:
আলহামদুলিল্লাহ, পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব গত দুইদিনে ইউনিয়নের ১০০০ এরও বেশী শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্ত করে সার্টিফিকেট প্রদান করেছে এবং এই তথ্য সংরক্ষণের জন্য একটি ডাটাবেইজ তৈরি করেছে। ইউনিয়নের মানুষের শিক্ষা,সংস্কৃতি, মানবিকতাসহ সার্বিক জীবনমান উন্নয়নে ক্লাবের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের সুবিধার জন্য এই আয়োজন করা হয়।
ক্লাবের নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ, মেডিক্যাল স্টুডেন্টস এবং মেডিক্যাল টেকনোলজিস্টদের অক্লান্ত পরিশ্রমে এই কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহতী কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতব্লাড

চিত্র: ব্লাড গ্রুপিং-২০২১