মোঃ গিয়াস উদ্দীন:
আমাদের মধ্যে একটা প্রচন্ড ভুল ধারণা আছে যে, শিক্ষিত মানেই সার্টিফিকেটধারী! আমরা এই ভুলটাকে মুঁছে দিতে চাই। আপনি ইতিহাসে দেখতে পাবেন পৃথিবীর শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও পরিবর্তনে সবচেয়ে বেশী ভূমিকা রাখা লোকদের বেশীরভাগেরই আমরা যে সার্টিফিকেটধারীদের শিক্ষিত ভাবি তেমন কোন সার্টিফিকেট তাদের নাই বা ছিল না। তাহলে আপনি কি তাদের অশিক্ষিত বলবেন?
আসলে শিক্ষা এমন একটি বিষয় যা মানবকে প্রাণি থেকে মানুষে পরিণত করে। এক্ষেত্রে একাডেমিক সার্টিফিকেট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটা আসলে কোন বিষয়ই না। অনেক বড় বড় সার্টিফিকেটধারীর আচারণ, কাজকর্ম পশুর থেকেও খারাপ, আপনি কি তাদের শিক্ষিত বলবেন?
প্রকৃত শিক্ষিত তারাই যারা অন্যের স্বার্থে, মানবতার কল্যাণে, নিস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করতে পারে, সুন্দর ও সুস্থ সমাজ বিনির্মাণের স্বপ্ব দেখে। আর আমাদের দৃষ্টিতে এরা অবশ্যই সমাজে সবচেয়ে সম্মানিত হবেন, আমরা শুধু তাদেরই সম্মান করতে চাই, সম্মান দিতে চাই, এ অর্থেই অনার্স শব্দটি আমরা বেঁছে নিয়েছি
অনার্স একটি ইংরেজি শব্দ যার অর্থ সম্মান। এটি শিক্ষাগত যোগ্যতার কোন শ্রেণি বা ক্লাস নয়। আমরা অজ্ঞতাবসত অনার্স পাস বলে থাকি। সমাজের সুশিক্ষিত সুন্দর মানসিকতার সচেতন নাগরিকদের যে কেউ আমাদের অনার্স ক্লাবের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারবেন। পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা চাইলেই সবাই আমাদের সাথে যুক্ত হতে পারবেন।
আমাদের সাথে যুক্ত হতে পারবেনঃ
ওয়েভসাইট : www.puhclub.org
ব্লাড ব্যাংক FB গ্রুপ : অনার্স ক্লাব ব্লাড ব্যাংক
ফেসবুক পেজ : অনার্স ক্লাব ব্লাড ব্যাংক
লাইব্রেরি : পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার
E_mail : puhc.blood@gmail.com
মোবাইল : ০১৭১৭ ৮৬০ ৫৮০
ধন্যবাদ
Recent Comments