অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যনির্বাহী পরিষদ গঠন (২০২৪-২৬)

সাধারণ সভার কার্যবিবরণী ও সিদ্ধান্ত

স্থান: অনার্স ক্লাব গণগ্রন্থাগার, পুরাপাড়া বাজার, উপজেলা: নগরকান্দা, জেলা: ফরিদপুর।
সময়: বিকাল ৪.০০টা
তারিখ: ১২ অক্টোবর ২০২৪ খ্রি.

জনাব মোঃ ওয়াহিদুজ্জামান খান এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নোক্ত বিষয়ে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়:

সভা জনাব মোঃ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় শুরু হয়, যেখানে তিনি সবাইকে শুভেচ্ছা জানান। এরপর সভার সভাপতি জনাব মোঃ ওয়াহিদুজ্জামান খান স্বাগত বক্তব্য প্রদান করেন। জনাব মোঃ জুয়েল মল্লিক সংগঠনের বিগত কার্যক্রম সম্পর্কে বিবরণ তুলে ধরেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরো সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য সভাপতি একটি কমিটি গঠনের প্রস্তাব করেন। উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। উভয় পরিষদ ১২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ থেকে কার্যকর হবে।

উপদেষ্টা পরিষদ (২০২৪-২০২৬):

ক্রমিক নং

নাম

পদবী

০১

মোঃ ওসমান মোল্যা

উপদেষ্টা

০২

মোঃ গিয়াস উদ্দীন

উপদেষ্টা

০৩

এস.এম ইউসুফ

উপদেষ্টা

০৪

আরিফুর রহমান লিখন

উপদেষ্টা

০৫

শারমিন

উপদেষ্টা

০৬

নাহিদ শাহ মাসুম

উপদেষ্টা

০৭

নুর আলম হোসেন

উপদেষ্টা


কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২০২৬):

ক্রমিক নং

নাম

পদ

মোঃ ওয়াহিদুজ্জামান খান

সভাপতি

মোঃ হাসানুর রহমান

সহ সভাপতি

মোঃ জুয়েল মল্লিক

সাধারণ সম্পাদক

মোঃ শাকিল কাজী

কোষাধ্যক্ষ

মোঃ মেহেদি হাসান

সাংগঠনিক সম্পাদক

মোঃ নয়ন ফকির

দপ্তর সম্পাদক

মোঃ নাইম হোসেন

আইন বিষয়ক সম্পাদক

প্রদীপ কুমার বিশ্বাস

প্রচার সম্পাদক

মোসাঃ লামইয়া আক্তার

নির্বাহী সদস্য

১০

মোঃ ইমামুল শেখ

নির্বাহী সদস্য

১১

মোঃ রাজিবুল ইসলাম

নির্বাহী সদস্য