ফরিদপুরের নগরকান্দায় মেডিকেল ক্যাম্প বসিয়ে ১৭ জন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে ১১২১ জন দরিদ্র রোগিকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে ব্রাহ্মন ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে ১৭ জন এমবিবিএস ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, ৬ জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অনার্স ক্লাবের ৫০ জন স্বেচ্ছাসেবকের সম্মিলিত প্রচেষ্টায় মোট ১১২১ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পান। এ ছাড়াও ৮৬ জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় এবং ২০০ জন ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ক্যাম্পে ২০টি সুসজ্জিত সেবা বুথ স্থাপন এবং সুন্দর ডেকোরেশনের মাধ্যমে সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়। আজ রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে অনার্স ক্লাবের সভাপতি মো. ওসমান মোল্লা বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রদানের এ উদ্যোগটি আমাদের তৃতীয় আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন বলেন, সদস্যদের স্বেচ্ছাসেবায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সবার সহযোগিতা পেলে আমরা এই উদ্যোগ নিয়মিত করতে পারব।