বৃক্ষরোপন

“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর উদ্যোগে চলছে তাল বীজ র‌োপন‌ কর্মসূচী

তারুণ্যের বাঁধ ভাঙা উসচ্ছ্বাস নিয়ে আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ‌্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের শিক্ষিত সচেতন তরুণদের সংগঠন “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর উদ্যোগে শুরু হয়েছে তাল বীজ র‌োপন‌ের এক বাতিক্রমধর্মী কর্মসূচী।

পুরাপাড়া ইউনিয়নের খাল-বিলের পাড়ে প্রায় দশ হাজার তাল বীজ রোপেনের উদ্যোগ নেয় সংগঠনটি। এ কার্যক্রমের শুরু হয় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়‌িত ঘোড়ামারা বিলের পাড় ঘেসে। প্রথমদিনেই রোপণ করা হয় প্রায় পাঁচশত তাল বীজ। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রর্যায়ক্রম‌ে দশ হাজার তাল বীজ রোপণ করা হবে। বর্তমান পরিবেশ বান্ধব সরকারের মুজিব বর্ষ উপলক্ষ‌্যে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এ কার্যক্রম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা মনে করেছেন, এ কার্যক্রম সফল হলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্যতা রক্ষা পাবে অন্যদিকে বজ্রপাত প্রতিরোধেও তাল গাছ গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে কমে আসবে বজ্রপাত জনিত প্রাণহানী। কারণ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। বজ্রপাতে বিগত এক দশকে ২ হাজার ৫ শত ৭১ জন মানুষ প্রাণ হারায়। প্রতি বছর গড়ে এর সংখ্যা ২৫০ এরও বেশি। চলতি বছর (২০২০) প্রথম ছয় মাসেই সারাদেশে বজ্রাঘাতে প্রাণ হারায় ১৯১ জন। দেশে প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর ৯৩ শতাংশ ঘটে থাকে গ্রামীণ জনগোষ্ঠীতে; তার প্রায় ৮৪ শতাংশই পুরুষ। আবার মোট মৃত্যুর প্রায় ৮৬ শতাংশ ঘটছে উন্মুক্ত স্থানে অবস্থানের কারণে যার মূল শিকার কৃষক, জেলে ও শ্রমিক শ্রেণির মানুষ।সাধারণত একটি তালগাছ ৯০ থেকে ১০০ ফুট উঁচু হয়। উঁচু গাছ হওয়ায় বজ্রপাত সরাসরি এ গাছের মাধ্যমে মাটিতে গিয়ে আমাদের রক্ষা করে। এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তালগাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘনঘটা; ঘটে বৃষ্টিপাতও। তালগাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে পড়ে না কিংবা ভেঙে পড়ে না। যেখানে কোনোকিছু চাষ হয় না সেখানেও তালগাছ তার শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়। নতুন রাস্তার ল্যান্ডস্কেপ, বাঁধ ও নদীভাঙন ঠেকাতেও রয়েছে  তালগাছের অপরীসিম ক্ষষমতা।

“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” সংগঠনটি ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকায় ব্যাপক গ্রহণ যোগ্যতা অর্জন করেছে। সংগঠনটি কোভিড ১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই ইউনিয়ন ব্যাপী ব্যাপক জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে। সেই সাথে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করে। তাদের এ কার্যক্রম এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং কার্যকর হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে সম্প্রতি সংগঠনটি ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে। যা শিক্ষা বিস্তারে দারুণ এক অনুপ্রেরণা মূলক কার্যক্রম হিসেবে প্রশংসিত হয়।
“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” সংগঠনটি মনে করে এলাকার শিক্ষিত তরুণদের সাথে নিয়ে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এবং একটি জ্ঞানভিত্তিক মানবিক সমাজ বিনির্মাণে তারা মুখ্য ভূমিকা পালন করবে।