মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে শুরু হতে যাচ্ছে পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার এবং পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এর যৌথ উদ্যোগে সৃজনশীল প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইন-২০২১। আপনার লেখা ছোট গল্প, ছড়া, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, বুক রিভিউ, রম্য সহ যেকোন ধরণের লেখা আগামী ১৫ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখের মধ্যে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনাদের লেখার মধ্যে থেকে সেরা লেখাগুলোর জন্য রয়েছে বিশেষ পুরস্কার এবং বাঁছাইকৃত সৃজনশীল লেখাগুলো প্রকাশ করা হবে আমাদের নিয়মিত প্রকাশনা দেয়াল পত্রিকা “মুক্ত প্রাণের উচ্ছ্বাস”-এ। এছাড়াও লেখাগুলো আমাদের ফেসবুক পেজ এবং ওয়েভসাইটে প্রকাশ করা হবে। পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার শুধু একটি গ্রন্থাগার নয়, এটি আমাদের সকলের স্বপ্ন পূরণের অঙ্গীকার। আসুন নিজের প্রতিভাকে আবদ্ধ না রেখে ছড়িয়ে দেই সবার মাঝে। এ বিষয়ে নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের ফেসবুক পেজে- www.facebook.com/purapara.club
লেখা পাঠানোর ঠিকানা:
পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার
পুরাপাড়া বাজার, নগরকান্দা, ফরিদপুর।
মোবাইল: ০১৭১৭-৮৬০৫৮০
ইমেল: purapara.uhc@gmail.com
Recent Comments